জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ভূগোল ও পরিবেশ সমীক্ষণ

সন্দ্বীপ উপজেলার দুর্যোগের প্রকৃতি ও তার প্রতিরোধ ব্যবস্থা: রিমোট সেনসিং ও জিআইএস ভিত্তিক একটি গবেষণা

Main Article Content

মোঃ সানজিদ ইসলাম খান
কাজী নেওয়াজ মোস্তফা
ফারজানা জান্নাত

Abstract

সারাংশ: বাংলাদেশের চট্রগ্রাম জেলার একটি উপজেলা সন্দ্বীপ ভৌগলিক অবস্থানের কারণে প্রায় প্রতিবছর ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্থ হয়। এই দ্বীপ মেঘনা নদী ও বঙ্গোপসাগরের মোহনায় অবস্থিত হওয়ায় দ্বিমুখী স্রোত সন্দ্বীপ—এর উত্তর পশ্চিমাঞ্চলে ভয়াবহ নদীর পাড় ভাঙ্গন ঘটায়। অন্যদিকে নদীবাহিত পলি জমে সন্দ্বীপের উত্তর থেকে উত্তর—পূর্বাঞ্চলে ক্রমাগত নতুন ভূমি তৈরি হচ্ছে, যা ভৌগলিক দৃষ্টিকোণ থেকে একটি অনন্য উদাহরণ। এই গবেষণার মূল উদ্দেশ্য হল সন্দ্বীপে ঘূর্ণিঝড় এর প্রভাব ও তার প্রতিরোধ ব্যবস্থাপনার তুলামূলক চিত্র তুলে ধরা ও সন্দ্বীপের ভূমি ক্ষয় ও জমা হবার কারণ এবং মাত্রা অনুসন্ধান করা। গবেষণাটিতে একদিকে জিআইস পদ্ধতি ব্যবহার করে ঘূর্ণিঝড় কেন্দ্রের অবস্থান ও কার্যকারিতা বিশ্লেষণ করা হয়েছে। অন্যদিকে, রিমোট সেনসিং পদ্ধতি ব্যবহার করে সন্দ্বীপের ভূমি ক্ষয় ও পলি জমা হওয়ার পরিমাণের ঐতিহাসিক অনুসন্ধান করে জিআইএস পদ্ধতির মাধ্যমে মানচিত্রে প্রকাশ করা হয়েছে। সেক্ষেত্রে দেখা গেছে এই ভূমি ক্ষয় বা জমা হওয়ার জন্য নদী ও সমুদ্রের মোহনার দ্বিমুখি স্রোতের  গতির তারতম্যে প্রভাব রয়েছে। তাছাড়া আরও দেখা যায় যে, পলি জমার ফলে উত্তরে নিকটতম এলাকার সাথে একটি সংযোগ পথও তৈরি হচ্ছে যার ভৌগলিক গুরুত্ব অপরিসীম। তবে বর্তমানে নদী ভাঙ্গন এবং পলি সঞ্চয় এর হার উল্লেখযোগ্য ভাবে হ্রাস পেয়েছে। বিশেষ করে ২০১৪ সালের পরের স্যাটালাইট ইমেজ পর্যবেক্ষন করলে আমরা নদী ভাঙ্গন বা পলি সঞ্চয়ের কোনো উল্লেখযোগ্য পরিবর্তন দেখতে পাই না। এছাড়াও আমরা বিশ্লেষণে পেয়েছি ঘূর্নিঝড় কেন্দ্রের পরিমাণ জনসংখ্যার ঘনত্বের তুলনায় অসমভাবে বিন্যস্ত। এই অবস্থা থেকে উত্তরণের জন্যে দরকার স্থায়ী ও টেকসই প্রতিরোধ ব্যবস্থাপনা। এক্ষেত্রে উপকূলীয় বনায়ন একটি চমৎকার সমাধান হওয়া সত্ত্বেও তা পরিকল্পনা মাফিক হচ্ছে না। অস্থায়ী কিছু ব্যবস্থাপনা প্রতিবছরই দেখা যায় যা একেবারেই অপ্রতুল এবং শুধুমাত্র সরকারের অর্থ ও শ্রমের অপচয়। তাই প্রকৃতির বৈচিত্রপূর্ণ এই দ্বীপকে বাঁচিয়ে রাখতে প্রয়োজন পরিকল্পিত দুর্যোগ প্রতিরোধ ও প্রশমন ব্যবস্থা। নতুন জেগে উঠা ভূমির জন্য নেওয়া হয়নি কোন টেকসই পরিকল্পনা। কাজেই সম্ভাবনাময় এই দ্বীপ ক্রমেই পরিণত হচ্ছে দুর্যোগের সহজ শিকার হিসেবে। ভৌগলিক অবস্থান বিবেচনায় সন্দ্বীপের যথাযথ দুর্যোগ ব্যবস্থাপনা হতে পারে সারা পৃথিবীর জন্য এক অনুকরণীয় দৃষ্টান্ত। 


Sandwip is an isolated Island situated in the Chattogram district in Bangladesh, which is also an Upazila of Bangladesh in an administrative manner. Sandwip has suffered from various natural disasters over the year due to its geographic location and dynamic physiographic characteristics. This island is at the estuary of the Bay of Bengal and the mighty river Meghna, so the opposite currents in the estuary occur intensive bank erosion on the northwest side of the island. Meanwhile, the riverine sediments create new lands in the northeast region, which is by any means a unique geographic incident. This research aims to do a comparative analysis of cyclone vulnerability and mitigation procedures in Sandwip, as well as the cause and intensity of bank erosion in Sandwip. GIS has been used to identify and analyze the spatial distribution of the cyclone shelters in Sandwip, and integrated RS and GIS techniques have been used for historical analysis and dynamism of the bank erosion throughout the years. We find the main reason behind both sedimentation and erosion is the velocity imbalance due to the opposite direction of the currents in the estuary. This accelerates the speed of the water at the west bank resulting the erosion, and slows down the speed on the east bank, resulting the sedimentation. Along with that,, the sedimentation creates the probability of the merging of the east bank to the adjacent land mass, which is the geographically most significant phenomenon. But another significant change occurred after 2014, which indicates a comparatively low amount of erosion and depositions. We also find that the cyclone shelters in Sandwip are not adequate and not well distributed. To solve the problem, we need sustainable disaster mitigation and adaptation plans. Offshore plantations may be the best solution. The disaster mitigation and adaptation process must be unique, considering the geographic location and orientation of Sandwip. So proper mitigation and adaptation plans for Sandwip might be an example for all the islands of the country.


 


 

Article Details

Section
Articles
Author Biographies

মোঃ সানজিদ ইসলাম খান, সহকারী অধ্যাপক

সহকারী অধ্যাপক, দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর।

 

কাজী নেওয়াজ মোস্তফা, সহকারী অধ্যাপক

সহকারী অধ্যাপক, অর্থনীতি বিভাগ, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর।

 

ফারজানা জান্নাত, প্রভাষক

প্রভাষক, পরিসংখ্যান বিভাগ, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর।