রবীন্দ্রনাথ ঠাকুরের নাট্যচিন্তায় বাংলাদেশের ঐতিহ্যবাহী পরিবেশনার প্রেরণা অনুসন্ধান
Main Article Content
Abstract
বাংলাদেশসহ পশ্চিমবঙ্গের নাট্যচর্চায় রবীন্দ্রনাথের নাটক ও নাট্যচর্চাকে বিশেষায়িত রূপে বিবেচনা করা হলেও ইউরোপিয় ঔপনিবেশিক মানসিকতা তাঁকে সফল নাট্যকার হিসেবে স্বীকৃতি দিতে এখনও কুন্ঠিত। নাটকের আঙ্গিক, প্রয়োগ ইত্যাদি বিশ্লেষণে অ্যারিস্টটল তথা দ্বন্দ্বভিত্তিক নাট্যের বদ্ধমূল ধারণা এর কারণ হিসেবে পর্যবেক্ষণ করা গেছে। তাই রবীন্দ্রনাথের নাট্যচিন্তাকে প্রাচ্যীয় নন্দনতত্ত্বের আলোকে বিশ্লেষণ বাঞ্ছনীয় হিসেবে বক্ষ্যমাণ গবেষণার অবতারণা। বক্ষ্যমাণ প্রবন্ধে বি-ঔপনিবেশিক দৃষ্টিভঙ্গিতে বঙ্গীয় ভূ-খণ্ডে চর্চিত ঐতিহ্যবাহী পরিবেশনাগুলোর সাধারণীকৃত প্রবণতাকে রবীন্দ্র নাট্য প্রয়োগের সমান্তরালে বিশ্লেষণ করে তদীয় নাট্যচিন্তার স্বকীয়তা পর্যবেক্ষণ করার প্রয়াস পাওয়া গেছে। বিশ্লেষণে প্রমাণ করা গেছে যে প্রাথমিক পর্যায়ে ইউরোপিয় নন্দনতত্ত্ব দ্বারা প্রভাবিত থাকলেও পূর্ব বাংলার লোকজীবনের সাথে রবীন্দ্রনাথের পরিচিতির অভিজ্ঞতা তাঁকে প্রণোদিত করেছিলো এমন এক নাট্যচর্চায় যা দ্বৈতাদ্বৈত উদ্ভাস নির্মাণ করে। বাংলাদেশের ঐতিহ্যবাহী নাট্যের গীতময়তা, বর্ণনাময়তা, কৃত্যময়তা মিলে যে অভেদ-উদ্ভাসন ও আনুষ্ঠানিক নাট্যময়তা তাই রবীন্দ্রনাট্যচিন্তাকে প্রণোদিত করেছিলো। নাট্যবেত্তা হিসেবে রবীন্দ্রনাথের কর্মের দৃষ্টান্তসহ পুনর্বিশ্লেষণ দিয়ে তদীয় স্বকীয়তা ও তার পশ্চাতে ক্রিয়াশীল প্রেরণাকে প্রমাণ করা গেছে বক্ষ্যমাণ গবেষণায়।