The Jahangirnagar Review, Part-C

বরেন্দ্রীর গৌরব পালযুগ

Main Article Content

মোছা. সাহিনা আক্তার

Abstract

প্রাচীন বাংলার জনপদগুলোর মধ্যে বরেন্দ্র জনপদ গুরুত্বপূর্ণ। পুণ্ড্র জনপদের একটি বিশেষ অংশ বরেন্দ্র জনপদ হিসেবে পরিচিত। বাংলায় পাল শাসন ও পাল শাসকগণের সাথে এই জনপদের আছে অবিচ্ছেদ এক সম্পর্ক। কারণ বরেন্দ্র ছিল পালদের জন্মভূমি। বরেন্দ্র জনপদকে কেন্দ্র করেই পাল রাজাগণ শাসনের সুত্রপাত করেন এবং প্রায় দীর্ঘ চারশত বছর বাংলা শাসন করেন। তাঁদের এই দীর্ঘ শাসনকালে যা কিছু গৌরব ও কৃতিত্বের অর্জন রয়েছে তার স্বাক্ষর বহন করে চলেছে এই বরেন্দ্র অঞ্চল। পাল শাসনগণের সুবিন্যস্ত ও প্রজাবৎসল শাসননীতি, ধর্মীয় সম্প্রীতি ও সহঅবস্থান, সাহিত্য-শিল্পকলার বিভিন্ন শাখায় উৎকর্ষতা অর্জন উত্তর ও উত্তর-পশ্চিম বাংলার এই জনপদের জনজীবনকে দান করেছিল এক বিশেষ বৈশিষ্ট্য। তাই বলা যায় এই কৃতিত্ব একদিকে যেমন শাসকগোষ্ঠীর একই সাথে এ অঞ্চলের তথা সাধারণ মানুষের।

Article Details

Section
Articles
Author Biography

মোছা. সাহিনা আক্তার, রাজশাহী বিশ্ববিদ্যালয়।

সহযোগী অধ্যাপক, ইতিহাস বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয়।