সাম্প্রতিক ভারতীয় চলচ্চিত্রে ‘গ্যাংস্টার’ চরিত্রের মহিমান্বিত রূপায়ণ : একটি বিশ্লেষণ
Main Article Content
Abstract
ভারতীয় চলচ্চিত্রের রয়েছে নানা আঙ্গিক নানা ধরণ। বর্তমান সময়ে ভারতীয় চলচ্চিত্রের একটি জনপ্রিয় ধারা হলো গ্যাংস্টারভিত্তিক চলচ্চিত্র নির্মাণ। এসব চলচ্চিত্রে গ্যাংস্টার চরিত্রগুলোকে মহিমান্বিত রূপে উপস্থাপন করা হচ্ছে। সমাজে যারা নানা ধরণের অপরাধমূলক কর্মকা- ও অনৈতিক কাজের সাথে যুক্ত এবং নিজেদের দলকে কেন্দ্র করে অপরাধের রাজত্ব কায়েম করে রাখে এমন চক্রের হোতাকে বলা হয় গ্যাংস্টার। সাম্প্রতিক একটি প্রবণতা দেখা যায় যে, গ্যাংস্টার চরিত্রগুলোকে চলচ্চিত্রের মাধ্যমে জনসাধারণের সামনে ইতিবাচকভাবে তুলে ধরে তাদের মহিমান্বিত রূপায়ণের সর্বোচ্চ প্রচেষ্টা। সাধারণ দর্শক কিছু বুঝে ওঠার আগেই তাদের মননে এটা প্রবেশ করিয়ে দেয়া হচ্ছে এই গ্যাংস্টার চরিত্রগুলোর আসলে ইতিবাচকতা আছে সমাজের ওপর। কিন্তু এই ধরণের রূপায়ণ যুব সমাজ তথা সামাজিক অবক্ষয়ের ক্ষেত্রে প্রচ্ছন্ন ভূমিকা রাখতে পারে।