পূর্ব বাংলার সাংস্কৃতিক আন্দোলন (১৯৪৭-১৯৭০): বাঙালি নারী
Main Article Content
Abstract
বাংলায় বাঙালি জাতীয়তাবাদের বিকাশে পরিচালিত সাংস্কৃতিক আন্দোলনে বাঙালি নারীর তাৎপর্যপূর্ণ অংশগ্রহণ ছিল। বাঙালির মুক্তি সংগ্রামের এক গুরুত্বপূর্ণ অধ্যায় হলো এ সাংস্কৃতিক আন্দোলন। ভাষা আন্দোলনের মধ্য দিয়ে পূর্ব বাংলায় সাংস্কৃতিক আত্ম-পরিচয়ের মূল সূত্রটি বিকশিত হতে থাকে। পরবর্তীতে রাজনৈতিক আন্দোলন যত জোরদার হয়েছে সাংস্কৃতিক আন্দোলন তার সঙ্গে পথ চলেছে সমান তালে। এ সময় কেবল প্রকাশ্য রাজপথে আন্দোলন ছাড়াও শিল্প সংস্কৃতির জনপ্রিয় মাধ্যম সঙ্গীত, নাটক, কবিতা, নৃত্য, চলচ্চিত্র প্রমুখ প্রতিবাদী অস্ত্রে পরিণত হয়। ফলে বহুমাত্রিক কার্যক্রমের মাধ্যমে নারীদের সাংস্কৃতিক আন্দোলনে অংশগ্রহণের সুযোগ তৈরি হয়। এ অংশগ্রহণের মধ্য দিয়ে একদিকে নারীরা যেমন সাংস্কৃতিক কার্যক্রম পরিচালনার সুযোগ পায় অন্যদিকে তাদের মাঝে রাজনৈতিক সচেতনতাও বৃদ্ধি পায়। পঞ্চাশ ও ষাটের দশকে ধর্মীয় ও সামাজিক নানা প্রথার মধ্য দিয়ে বাঙালি নারীদের যখন গৃহে আবদ্ধ রেখে শুধু পারিবারিক দায়িত্ব পালনে উৎসাহিত করা হয় তখন নারীদের এ সাহসী অংশগ্রহণ বিশেষভাবে প্রশংসার দাবি রাখে।