The Jahangirnagar Review, Part-C

বাংলাদেশের চলচ্চিত্রে ১৯৪৭ সালের দেশভাগ

Main Article Content

সুমাইয়া শিফাত
খন্দকার হাবীবুর রহমান

Abstract

ঐতিহাসিকভাবেই ১৯৪৭ সালের দেশবিভাগ আপামর ভারতবাসীর জীবনে সূচিত করেছিলো বিশাল পরিবর্তন। কেবল ধর্মের ভিত্তিতে এই রাজনৈতিক বিভাজন দুই রাষ্ট্রের একটি বড় অংশে হিন্দু এবং মুসলিম জাতির বহু মানুষের জীবনে নিয়ে এসেছিলো ভয়াবহ যাতনা। দেশভাগের সাথে জড়িয়ে রয়েছে সাম্প্রদায়িকতার অসংখ্য নির্মম ও কুৎসিত ঘটনা। কেবল ধর্ম পরিচয় ভিনড়ব হবার কারণে নির্যাতন, প্রাণহানি আর নিষ্ঠুর আচরণ ভোগ করতে হয়েছিলো অগণিত মানুষকে। ইতিহাসকে তুলে ধরার লক্ষ্যে শিল্পের অন্যান্য মাধ্যমের ন্যায় চলচ্চিত্রেও দেশভাগকালীন চিরতরে দেশ ত্যাগের বেদনা কিংবা ব্যক্তির মানসিক-আত্মিক দ্বন্দ্বের মতো বিষয়গুলোকে রূপায়ণ করা হয়েছে। তাই বাংলাদেশের চলচ্চিত্রে দেশভাগের চিত্রায়ন অনুসন্ধানে আলোচ্য গবেষণাটি তিনটি প্রশড়বকে সামনে রেখে পরিচালিত হয়েছে- বাংলাদেশে দেশভাগ নিয়ে নির্মিত চলচ্চিত্রে দেশভাগকে কীভাবে তুলে ধরা হয়েছে; কাহিনী, প্রেক্ষিত এবং আঙ্গিক বিচারে এই চিত্রায়নের ধরন কীরূপ এবং তৎকালীন প্রেক্ষাপটে বাঙ্গালির জীবন-যাপনে কী ধরনের প্রভাব ফেলেছিলো। আধেয় বিশ্লেষণ পদ্ধতিতে দু’টি চলচ্চিত্রকে নমুনা হিসেবে নিয়ে এ গবেষণার ফলাফলে দেখা গেছে, ’৪৭ এর সংকটময় পরিস্থিতি ধর্মীয় পরিচয়কে সামনে এনে বাঙালি সত্তাকে চরম দ্বন্দ্বের মুখে ফেলে দিয়েছিলো। নানাবিধ সংকট তৈরির মাধ্যমে অসাম্প্রদায়িক বাঙালির জীবন ও মননে গভীরভাবে রেখাপাত করেছিলো, বপন করেছিলো সাম্প্রদায়িকতার বীজ।

Article Details

Section
Articles
Author Biographies

সুমাইয়া শিফাত, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়।

সহকারী অধ্যাপক, জার্নালিজম এন্ড মিডিয়া স্টাডিজ বিভাগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়।

খন্দকার হাবীবুর রহমান, টেলিভিশন

যুগ্ম বার্তা সম্পাদক, বৈশাখী টেলিভিশন, মহাখালী, ঢাকা।