The Jahangirnagar Review, Part-C

নকশি কাঁথা শিল্পের ঐতিহ্য অনুসন্ধান ও সরূপ বিশ্লেষণ

Main Article Content

ফারহানা তাবাস্সুম

Abstract

গ্রাম বাংলাদেশের পল্লী রমনির হাতে তৈরি নকশি কাঁথার ঐতিহ্য নির্ণয় কোন একটা নির্দিষ্ট মানদন্ডে বিচার করা যায় না তেমনি এর শিল্প গুনের পরিধি এতটাই বিশাল যে স্বল্প পরিসরে এর বর্ণনাও সম্ভবপর নয়। এটি এমন এক শিল্পকলা যেখানে একজন নারী তার আবেগকে বিভিন্ন ফর্ম, মোটিফ, নকশার মাধ্যমে রঙের খেলায় প্রকাশ করে। কোন ধরনের প্রাতিষ্ঠানিক শিক্ষা ছাড়াই তৈরি সমস্ত নকশি কাঁথার অন্তনির্হিত বক্তব্যের মধ্যে ফুটে ওঠে আমাদের বাংলাদেশের সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতিচ্ছবি।

Article Details

Section
Articles
Author Biography

ফারহানা তাবাস্সুম, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়।

সহকারী অধ্যাপক, চারুকলা বিভাগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়।