The Jahangirnagar Review, Part-C

বাংলাদেশের চিত্রশিল্প ক্ষেত্রে কোভিড-১৯ এর প্রভাব : একটি পর্যবেক্ষণ

Main Article Content

শারমিন জামান
রুবাইয়াত ইবনে নবী

Abstract

কোভিড-১৯ মহামারীর প্রভাব বাংলাদেশের ব্যক্তি ও সামাজিক জীবনে অনেক গভীরে প্রবেশ করেছে। এর প্রত্যক্ষ আঘাতে প্রাণ দিয়েছেন বহু গুণী জন, কিন্তু এর পরোক্ষ প্রভাবও নিতান্ত কম নয়। একজন ব্যক্তি তার জীবদ্দশায় এরকম মহামারীর সম্মুখীন খুব বেশিবার হয় না; তাই একে মোকাবেলা করার পদ্ধতিও জানা নেই, এর ক্ষতির পরিমান অপরিসীম এবং তা কাটিয়ে উঠার কোন সুনির্দিষ্ট পরিকল্পনাও নেই। তথ্য সংগ্রহ ও গবেষণার মাধ্যমে বর্তমানে অর্জিত জ্ঞান ভবিষ্যতে করোনা মহামারী বা এরকম আরও কোন দীর্ঘস্থায়ী দূর্যোগ যদি আসে তবে তা মোকাবেলা করা এবং কী ভাবে ক্ষতির পরিমাণ কমানো যায়, সে চেষ্টা করা কর্তব্য। চিত্রকলা সর্বদা তার পারিপার্শ্ব দ্বারা প্রভাবিত। সেজন্যই যুগে যুগে, কালে কালে আমরা চিত্রকলাকে তার সমসাময়িক সময়ের দলিল হিসেবে দেখতে পাই; ইতিহাসের প্রমাণ এই চিত্রকলা। এই কোভিড মহামারীতে বাংলাদেশের চিত্রকরেরা কেমন আছেন, চিত্রশিল্পে তার কেমন ধরনের প্রভাব পড়েছে, চিত্রশিল্পের বাণিজ্যিক ক্ষেত্রই বা কেমন ধরনের ক্ষতির সম্মুখীন হয়েছে বা আদৌ হয়েছে কি না; চিত্র-প্রদর্শনী গুলোতে কোনো ধরনের পরিবর্তন এসেছে কী না; হলে তা কেমন ধরনের পরিবর্তন এবং ভবিষ্যতে যদি আরও এ ধরনের  কোন সমস্যার সৃষ্টি হয় বাংলাদেশে তবে তা মোকাবেলা করার জন্য কী ধরনের প্রস্তুতি থাকা প্রয়োজন তা খুঁজে বের করা অত্যন্ত জরুরী। সমসাময়িক চিত্রশিল্পীদের সাথে কথা বলে, এ সময় আঁকা চিত্রকলা এবং আয়োজিত প্রদর্শনীগুলোর তথ্য সংগ্রহ ও অধ্যয়নের মাধ্যমে একটি সুস্পষ্ট চিত্র লাভ করা সম্ভব বলে গবেষক মনে করে। 

Article Details

Section
Articles
Author Biographies

শারমিন জামান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়।

সহযোগী অধ্যাপক, চারুকলা বিভাগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়।

রুবাইয়াত ইবনে নবী, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়।

শিক্ষার্থী ও গবেষক, চারুকলা বিভাগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়।