সম্প্রসারিত ঘূর্ণিঝড় ও মোকাবেলায় কৌশলসমূহ: সাতক্ষীরা জেলার শ্যামনগর ও আশাশুনি উপজেলার উপর একটি সমীক্ষা
Main Article Content
Abstract
সারসংক্ষেপ: সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশের উপকূলীয় এলাকায় ঘূর্ণিঝড় একটি বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। উচ্চ তীব্রতা বিশিষ্ট ঘন ঘন ঘূর্ণিঝড় উপকূলীয় জেলায় একটি মারাত্মক সমস্যা, যা মূলত বাংলাদেশের দক্ষিণে অবস্থিত বঙ্গোপসাগরের তাপমাত্রা বিপর্যয়ের ফলাফল। প্রলংকারী ঘূর্ণিঝড়সমূহ সাতক্ষীরা জেলার বিশেষ করে শ্যামনগর ও আশাশুনি উপজেলাসহ এ অঞ্চলে বসবাসকারী মানুষের ব্যাপক ক্ষক্ষতিসাধন করছে। বারবার ঘূর্ণিঝড়ের ফলে এ অঞ্চলে জানমালের অপূরণীয় ক্ষয়ক্ষতি ও অর্থনৈতিক বিপর্যয় দেখা যায়। এই প্রসঙ্গে, একটি অনুসন্ধানমূলক গবেষণা করা হয়েছে বাংলাদেশের সাতক্ষীরা জেলার শ্যামনগর ও আশাশুনি উপজেলায়। বর্তমান গবেষণায় সাম্প্রতিক কালের ঘূর্ণিঝড়ের ক্ষতিকর প্রভাবসমূহ সনাক্ত করতে সমীক্ষা এলাকায় ৫০ টি কাঠামোগত প্রশ্নমালা জরিপ করা হয়েছে এবং স্থানীয় জনগণের অভিজ্ঞতার আলোকে বারবার ঘূর্ণিঝড়ের ক্ষয়ক্ষতি মোকাবেলায় কৌশলসমূহ নিরূপন করতে ২০ টি ফোকাস group ডিসকাশন (এফজিডি) করা হয়েছে। ফলাফলে পাওয়া গেছে যে, সমীক্ষা এলাকায় বার বার আঘাত হানা তীব্র ঘূর্ণিঝড় এখানকার মানুষের অন্যতম প্রধান দূর্ভোগের কারণ। ২০০৭ থেকে ২০২১ সাল পর্যন্ত ১৫ বছরে সিডর, আইলা, আম্ফান, ইয়াসসহ অন্যান্য তীব্র ঘূর্ণিঝড়ের ফলে প্রাকৃতিক এবং মানব সম্পদের ব্যাপক ক্ষয় ক্ষতি হয়েছে। তীব্র ঘূর্ণিঝড় থেকে নদীর বাঁধ ভাঙনের কারণে সৃষ্ট মারাত্মক বন্যা এখানকার ঘরবাড়িসহ কৃষিজ জমি তলিয়ে নিয়ে যায়, ফলে স্থানীয় জীবন ও জীবিকা সম্পূর্ণ ধ্বংসের মুখে পড়ে। মাঠ পর্যায়ে গবেষণাকালে দেখা গেছে যে, বিভিন্ন সরকারী ও বেসরকারী সংস্থা ঘূর্ণিঝড়ের ক্ষয় ক্ষতি মোকাবেলায় কাজ করে যাচ্ছে কিন্তু পুরোপুরিভাবে এ সমস্যার সমাধান করা সম্ভব হচ্ছে না। স্থানীয় জনগণের মতে, ঘূর্ণিঝড়ের ক্ষয় ক্ষতি থেকে বাঁচার জন্য সর্বপ্রথম টেকসই ও উন্নত বেড়িবাঁধের প্রয়োজন। এই গবেষণার মাধ্যমে সমীক্ষা এলাকার স্থানীয় জনগণের অভিজ্ঞতার আলোকে ঘন ঘন ঘূর্ণিঝড়ের ধ্বংসাত্মক প্রভাব বিশ্লেষণ করে ও ক্ষয় ক্ষতি থেকে উপকূলীয় জনগোষ্ঠীকে রক্ষা করার কৌশল সম্পর্কে আলোচনা করা হয়েছে।
Abstract: In recent years, cyclones have been an alarming problem in the coastal areas of Bangladesh. Frequent cyclones with high intensity have become a severe problem in coastal areas resulting from depression in the Bay of Bengal. These destructive cyclones cause severe damage to people living in the coastal area in Satkhira district, especially in Shyamnagar and Assasuni Upazila. Frequent cyclones have caused massive loss of life, property, and economic destruction in these two Upazila. In this context, exploratory research has been conducted in Shyamnagar and Assasuni Upazila of Satkhira district in Bangladesh. In this present study, 50 structured questionnaires have been conducted to identify the adverse effects of recent tropical cyclones in the study area, and 20 focus group discussions (FGDs) have been accomplished to figure out the coping strategies in light of local people's past experience to minimize the recurrent cyclonic damages. The results show that tropical cyclones, which have frequently attacked the study area, are the main causes of human suffering here. In the last 15 years, from 2007 to 2021, Cyclone Aila, Amphan, Yaas, and other severe cyclones have caused widespread damage to natural and human properties. The severe floods originated from the dams, and embankment failure due to the tropical cyclone submerged the houses and cultivated lands, which completely destroyed the local life and livelihood in the study area. Numerous governmental and non-governmental organizations are working to deal with the damage brought by the tropical cyclone, but it is not possible to cope with this problem ultimately. During field surveys, according to the local peoples, sustainable developed dams and embankments are the foremost needed to minimize cyclonic suffering. This study has analyzed the destructive effects of frequent cyclonic events in the study area and recommended possible coping strategies to protect coastal communities from catastrophic natural events in light of the local people's past experiences.