Copula: Jahangirnagar University Studies in Philosophy

ব্রাডলির অবভাস ভাবনা

Main Article Content

সন্ধ্যা মল্লিক

Abstract

[সার-সংক্ষেপ : ফ্রান্সিস হার্বার্ট ব্রাডলি সত্তাকে আত্মসঙ্গতিসম্পন্ন মূলতত্ত্ব বলে অভিহিত করেন। তাঁর মতে, স্ববিরোধী সকল কিছুই অবভাস। তিনি দেখান জাগতিক বস্তুরাজি নানা রকম সম্বন্ধের দ্বারাই কেবল জ্ঞাত হতে পারে। জগৎ সম্পর্কে আমাদের সকল অবধারণই সম্বন্ধ নির্ভর। তিনি সম্বন্ধের স্বরূপ বিশ্লেষণ করে বলেন, সম্বন্ধের প্রকৃতিই স্ববিরোধী। সুতরাং জ্ঞাত জগতকে স্ববিরোধী বলতে হয়। ব্রাডলি তাই বস্তুজগত ও অবস্তুগত প্রত্যয় তথা সকল জাগতিক বিষয়কে অবভাস বলে উল্লেখ করেন। ব্রাডলির দর্শনের এই নঞর্থক দিকটি অনিবার্যভাবে একটি সদর্থক দিকের নির্দেশ করে। কেননা ব্রাডলি মনে করেছেন, ‘বিশুদ্ধ নিষেধ বলে কিছুই থাকতে পারে না। প্রত্যক নিষেধন কোনো সদর্থক তত্ত্বের আবশ্যকতার নির্দেশক। এরই পরিপ্রেক্ষিতে অবভাসের ভিত্তি রূপে তিনি পরমসত্তার ধারণা প্রতিষ্ঠা করেন। এছাড়াও ব্রাডলি সত্তার স্তরবিন্যাসের মাধ্যমে অবভাসের আত্মসঙ্গতির মাত্রা নিরূপণ করেন। তাঁর মতে, অবভাস অলীক নয়। অবভাস পরমসত্তায় অংশগ্রহণ করে। ব্রাডলির দর্শনে অবভাস অত্যন্ত গুরুত্বপূর্ণ। আলোচ্য প্রবন্ধের লক্ষ্য হলো অবভাস প্রসঙ্গে ব্রাডলির মতের একটি পর্যালোচনা দাঁড় করানো ।]

Article Details

Section
Articles
Author Biography

সন্ধ্যা মল্লিক, সহযোগী অধ্যাপক

দর্শন বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয়