অঙ্গ প্রতিস্থাপন ও নৈতিক বিশ্লেষণ: পরিপ্রেক্ষিত বাংলাদেশ
Main Article Content
Abstract
[সার-সংক্ষেপ: সমকালীন চিকিৎসা ব্যবস্থার প্রভূত উন্নয়নের ফলে অনেক মরণাপন্ন রোগীকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা সম্ভব হয়েছে। চিকিৎসা বিজ্ঞানের এসব উন্নয়নের একটি হলো অঙ্গ প্রতিস্থাপন প্রযুক্তি। জলবায়ু পরিবর্তন, খাদ্যাভ্যাস, স্বাস্থ্য সম্পর্কে সঠিক সচেতনতার অভাবসহ নানাবিধ কারণেই মানুষ তার বিভিন্ন অঙ্গের কার্যক্ষমতা হারাচ্ছে। যার ফলে, মানুষ ক্রমশ পতিত হচ্ছে মৃত্যুমুখে। এ অবস্থা থেকে উত্তোরণের জন্যই অঙ্গ প্রতিস্থাপন প্রযুক্তির উপর যেমন নির্ভরতা বাড়ছে তেমনই এ সম্পর্কিত অজ্ঞতা, ধর্মীয়, সাংস্কৃতিক এবং পারিপার্শ্বিক নানান নৈতিক সংকটের জন্য এ প্রযুক্তিকেও বিভিন্ন দার্শনিক ও নৈতিক প্রশ্নের মুখোমুখি হতে হচ্ছে। আবার জীবিত অঙ্গদাতাদের মধ্যে অঙ্গদানে বিভিন্ন কারণে অনীহা সৃষ্টির সাথে সাথে ধর্মীয় অনুভূতির কারণে মৃত অঙ্গদাতাদের থেকেও যথাযথ ভাবে অঙ্গ সংগ্রহ সম্ভব হচ্ছে না। এরকম অবস্থা বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশসহ উন্নত এবং অনুন্নত দেশগুলোতেও লক্ষ করা যাচ্ছে। ফলে সারা বিশ্বে অঙ্গগ্রহীতার তুলনায় অঙ্গদাতার অনেক বড় সংকট তৈরী হচ্ছে। এই সংকটের সুযোগ নিয়ে এক শ্রেণির সুবিধাভোগী অবৈধভাবে উচ্চমূল্যে অঙ্গ ক্রয় বিক্রয় করছে, যা অনৈতিক ও বেআইনি। এই প্রবন্ধে অঙ্গ-প্রত্যঙ্গ প্রতিস্থাপনের অপ্রতুলতা মেটানোর জন্য অঙ্গ পাচার ও অঙ্গ ক্রয়-বিক্রয়ের সঙ্গে যুক্ত নানামূখী নৈতিক সমস্যার একটি রূপরেখা প্রণয়ন করা হয়েছে। একইসঙ্গে এ সম্পর্কিত সামঞ্জস্যপূর্ণ আইন প্রণয়ন ও সেই প্রণীত আইনের সুষ্ঠ প্রয়োগের সাথে নৈতিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নির্দেশিত করণীয় দিকসমূহ নিয়ে আলোকপাত করা হয়েছে।]