Copula: Jahangirnagar University Studies in Philosophy

বুদ্ধির প্রকৃতি প্রসঙ্গে আল-গাযালী

Main Article Content

আরিফা সুলতানা

Abstract

[সার-সংক্ষেপ: ইমাম আল-গাযালী (১০৫৮-১১১১ খ্রি.) ইসলামি দর্শনের গুরুত্বপূর্ণ একজন মনীষী। ধর্মতত্ত্বে, সাধারণ দর্শন, নীতিবিদ্যা এবং সূফীতত্ত্বে তাঁর ব্যাপক প্রভাব রয়েছে। রেনেসাঁপূর্বক পাশ্চাত্য চিন্তাজগত যখন গভীর অন্ধকারে নিমজ্জিত ছিল অর্থাৎ জ্ঞানের রাজ্য ছিল অনালোকিত সে সময় এই তিমির ভেদ করে জ্ঞানের আলোকে বিশ্বময় ছড়িয়ে দিতে যে কয়েকজন মুসলিম মনীষী গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন ইমাম গাযালী তাঁদের মধ্যে অন্যতম। দর্শনের বিভিন্ন শাখায় তাঁর অবদান থাকলেও ইসলামের আলোকে আদর্শ মানবিক জীবন গঠনের প্রয়াস তাঁর লেখনীর সবচেয়ে আলোকিত দিক বলে বিবেচিত। মানবীয় জীবনের শ্রেষ্ঠত্বকে ইসলামি ভাবধারার আলোকে অসাধারণ বিশ্লেষণে তিনি বোধগম্য করার চেষ্টা করেছেন। এ সংক্রান্ত আলোচনায় তিনি মানবীয় বুদ্ধিকে একটি কেন্দ্রিয় স্থানে রেখেছেন। সে কারণে গাযালীর বুদ্ধি সংক্রান্ত আলোচনাকে অত্যন্ত জীবনঘনিষ্ঠ বিষয় বলে চিহ্নিত করা যায়। আলোচ্য প্রবন্ধে গাযালীর বুদ্ধির প্রকৃতি, প্রকারভেদ, কার্যকারিতা এবং মানবজীবনের জন্য তার যে গুরুত্ব তা বিশ্লেষণ ও মূল্যায়নের চেষ্টা করা হয়েছে এবং তার মধ্যে ইসলামি ভাবধারার আবশ্যিক সম্পর্কের বিষয়টি দেখানোর চেষ্টা করা হয়েছে।]

Article Details

Section
Articles
Author Biography

আরিফা সুলতানা, সহযোগী অধ্যাপক

আরিফা সুলতানা

এমএ (জাবি), এমফিল (জাবি)

দর্শন বিভাগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, সাভার, ঢাকা-1342